Updates :
Loading...

এবার সরকারি কর্মচারীদের জন্য দারুণ ঘোষণা দিলেন মন্ত্রী



গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘ঢাকায় কর্মরত ৪০ ভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে এ সুবিধা গড়ে তোলা হবে। বর্তমানে মাত্র আট ভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী সরকারি আবাসনের সুবিধা পান।’

শুক্রবার রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় রাজধানীর আগারগাঁও, আজিমপুর ও মতিঝিলে নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন কোয়ার্টারের পুরনো ভবনগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণ করা হবে। ফলে কম জমিতে অধিকসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর আবাসিক সুবিধা গড়ে তোলা যাবে। দেশে জমির পরিমাণ কম। তাই বহুতল আবাসিক ভবন নির্মাণ করে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।’

এ সময় নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ ছাড়া নির্মাণাধীন প্রতিটি ভবনে পৃথক সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপন ও সীমানা প্রাচীরের অভ্যন্তর ঘেঁষে হাঁটার পথ নির্মাণের পাশাপাশি কোয়ার্টারের ভেতরের খালি জায়গার সুষ্ঠু ব্যবস্থাপনার (ল্যান্ডস্কেপ) মাধ্যমে বাসযোগ্য পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আরিফ-উর রহমান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Post

Related Articles

Previous
Next Post »