# ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় ১১তম।
# কিন্তু আয়তনের তুলনায় জনসংখ্যার হিসেবে ঢাকা এখন পৃথিবীর সবচেয়ে জনঘন শহর।
# চীনের কাছ থেকে ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামের দুটি সাবমেরিন কিনেছে বাংলাদেশ।
# সুপারমুনের বৈজ্ঞানিক নাম ‘পেরিজি মুন’। পেরিজি অর্থ হচ্ছে ‘পৃথিবীর নিকটতম’।
# ১৯৪৮ সালের পর ২০১৬ সালের ১৫ নভেম্বর চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে।
# চাঁদের এই রকম উজ্জ্বলতম রুপ আবার দেখা যাবে ১৮ বছর পর, ২০৩৪ সালের ২৫ নভেম্বর।
# ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা।
# ঢাকায় প্রতি বর্গকিলোমিটার এলাকায় বাস করে ৪৩ হাজার ৫০০ মানুষ।
# মিয়ানমারের রাখাইনে উত্তরাঞ্চলীয় মংডু এলাকা বাংলাদশ সীমান্ত লাগোয়া।
# রাখাইনে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলমান বাস করে। বিপুল সংখ্যক এই অধিবাসীকে মিয়ানমার তার নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না।