Updates :
Loading...

অনুবাদ চর্চা from The Daily Star



#অনুবাদ_চর্চা
From The Daily Star
14 November 2016


_______________________
Crab export on the rise
= কাঁকড়ার রপ্তানি বেড়েছে।
Increased farming in the coastal belts of Bangladesh, sector operators said.
= সেক্টর অপারেটরা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাঁকড়ার চাষাবাদ বেড়েছে।
Bangladesh shipped crabs worth $23.82 million in 2015-16, which was $7.2 million in 2010-11, according to Export Promotion Bureau.
= রপ্তানি উন্নয়ন ব্যারো অনুসারে, ২০১৫-১৬ অর্থ বছরে বাংলাদেশ $২৩.৮২ মিলিয়ন মার্কিন ডলার কাঁকড়া রপ্তানি করেন, যা ২০১০-১১ অর্থবছরে $৭.২ মার্কিন ডলার ছিল।
“We mainly export crabs to China where there is high demand for crabs,” said Shafiqul Alam, proprietor of ZF Trade International, an exporter.
= জেডএফ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক, একজন রপ্তানিকারক, শফিকুল আলম বলেন, আমরা প্রধানত চীনে কাঁকড়া রপ্তানি করি সেখানে কাঁকড়ার ভালো চাহিদা রয়েছে।
During July-October of the current fiscal year, shipment rose 28 percent year-on-year to $3.5 million, EPB data shows.
= ইপিবি তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই - অক্টোবর মাসে রপ্তানি বেড়েছ ২৮ শতাংশ যা অন্য বছরের তুলনায় $৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বেশি।
Fisheries officials said Bangladesh exports mud crabs that are grown mainly in the southern districts such as Satkhira, Khulna and Bagerhat, along with shrimp.
= মৎস্য কর্মকতারা বলেন বাংলাদেশ কালচে কাঁকড়া রপ্তানি করে যা মূলত দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের জেলাগুলোতে চিংড়ির সাথে চাষ হয়।
Officials and stakeholders said many shrimp farmers have started fattening crabs inside their shrimp enclaves to boost earnings.
= কর্মকতা ও উদ্যোক্তারা বলেন, অনেক চিংড়ি চাষি বেশি মুনাফার আশায় চিংড়ির সাথে কাঁকড়ার চাষ শুরু করেছে।
“The risk of disease is low in crab farming while its market value is good,” said Binay Kumar Chakraborty, project director.
= প্রকল্প পরিচালক, বিনয় কুমার চক্রবর্তী মনে করেন, কাঁকড়া চাষে রোগের ঝুঁকি কম তাছাড়া বাজারমূল্য ও ভালো।
__________
Rubel Hasan, DU

Share This Post

Related Articles

Previous
Next Post »