Updates :
Loading...
Showing posts with label সিম অফার. Show all posts
Showing posts with label সিম অফার. Show all posts

দেশ পরিচিতি: বাংলাদেশ



দেশ পরিচিতি: বাংলাদেশ


এক নজরে বাংলাদেশ:

সরকারি নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

সরকার : সংসদীয় সরকার ব্যবস্থা

রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন

প্রধানমন্ত্রী সরকার প্রধানের দায়িত্ব পালন করেন

রাষ্ট্রপতি: আব্দুল হামিদ

প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

আইনসভা: জাতীয় সংসদ

ভৌগোলিক অবস্থান :



বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। ২৬° ৩৮' উত্তর অক্ষাংশ থেকে ২০° ৩৪' উত্তর অক্ষাংশ এবং ৮৮° ০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশ।


আয়তন :


১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার। ভূমি : ১৩৩,৯১০ বর্গকিমি। জলজ : ১০,০৯০ বর্গকিমি।

সীমানা :


উত্তরে ভারত (পশ্চিমবঙ্গ আর মেঘালয়)

পশ্চিমে ভারত (পশ্চিম বঙ্গ )

পূর্বে ভারত (ত্রিপুরা ও আসাম) এবং মিয়ানমার

দক্ষিণে বঙ্গোপসাগর

সীমানা দৈর্ঘ্য : ৪,২৪৬ কিমি. (মিয়ানমার : ১৯৩ কিমি., ভারত : ৪,০৫৩ কিমি.)

সমুদ্র সীমানা : ৫৮০ কিমি.

মহীসোপান : মহাদ্বীপীয় মার্জিন বাইরের সীমা অবধি

বিশেষ অর্থনৈতিক এলাকা : ২০০ নটিক্যাল মাইল

সমুদ্র এলাকা : ১২ নটিক্যাল মাইল

জনগণ


জনসংখ্যা : ১৬ কোটি ১০ লাখ প্রায়।

শিক্ষার হার : ৬০%

জনসংখ্যার বৃদ্ধির হার: ১.৩৭%

জন্মহার: প্রতি হাজারে ২৫.১২ জন

মৃত্যুহার : প্রতি হাজারে ৮.৪৭ জন

ভাষা :


বাংলা (জাতীয় ভাষা) - ৯৫% জনগণ

অন্যান্য ভাষা - ৫%

ইংরেজির ব্যবহার প্রচলিত আছে।

ধর্ম


মুসলমান ৮৮.৩%

হিন্দু ১০.৫%

বৌদ্ধ ০.৬%

খ্রিস্টান ০.৫%

অন্যান্য ০.১%


জাতিগোষ্ঠী:


বাঙালি : ৯৮%

ক্ষুদ্র নৃ গোষ্ঠী : ২%

প্রধান নৃ গোষ্ঠীসমূহ : চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মনিপুরী, ত্রিপুরা, তঞ্চংগা

এলাকাভিত্তিক পরিসংখ্যান :

বিভাগ ৮টি - ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ

জেলা ৬৪ টি।

উপজেলা: ৪৮৯।

ইউনিয়ন: ৪৫৫০।


ঢাকা বিভাগ:


১। কিশোরগঞ্জ ২। গাজীপুর ৩। গোপালগঞ্জ ৪। টাঙ্গাইল ৫। নরসিংদী ৬। নারায়ণগঞ্জ ৭। ঢাকা ৮। ফরিদপুর ৯। মাদারীপুর ১০। মানিকগঞ্জ ১১। মুন্সীগঞ্জ ১২। রাজবাড়ী ১৩। শরীয়তপুর


চট্টগ্রাম বিভাগ:


১। কক্সবাজার ২। কুমিল্লা ৩। খাগড়াছড়ি ৪। চট্টগ্রাম ৫।চাঁদপুর ৬। নোয়াখালী ৭। ফেনী ৮। বান্দরবান ৯। ব্রাহ্মণবাড়িয়া ১০। রাঙামাটি ১১। লক্ষ্মীপুর

রাজশাহী বিভাগ:


১। চাঁপাইনবাবগঞ্জ ২।জয়পুরহাট ৩। নওগাঁ ৪। নাটোর ৫। পাবনা ৬। বগুড়া ৭। রাজশাহী

৮। সিরাজগঞ্জ

খুলনা বিভাগ:


১।কুষ্টিয়া ২।খুলনা ৩।চুয়াডাঙ্গা ৪।ঝিনাইদহ ৫।নড়াইল ৬।বাগেরহাট ৭।মাগুরা ৮।মেহেরপুর ৯।যশোর ১০।সাতক্ষীরা

সিলেট বিভাগ:

১।মৌলভীবাজার ২।সিলেট ৩।সুনামগঞ্জ ৪।হবিগঞ্জ

বরিশাল বিভাগ:


১। ঝালকাঠি ২।পটুয়াখালী ৩।পিরোজপুর ৪। বরগুনা ৫। বরিশাল ৬। ভোলা

রংপুর বিভাগ:

১। কুড়িগ্রাম ২। গাইবান্ধা ৩। ঠাকুরগাঁও ৪। দিনাজপুর ৫। নীলফামারী ৬। পঞ্চগড়

৭। রংপুর ৮। লালমনিরহাট

ময়মনসিংহ বিভাগ:


১। জামালপুর ২। নেত্রকোণা ৩। ময়মনসিংহ ৪।শেরপুর

ভূ-প্রকৃতি :

বাংলদেশ পলল দিয়ে গঠিত একটি আর্দ্র আঞ্চল। বাংলাদেশের ভূখন্ড মূলত গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীগঠিত সুবৃহৎ বদ্বীপের সমন্বয়ে সৃষ্ট। বঙ্গীয় বদ্বীপ পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপগুলোর একটি।

বিস্তৃত সমতল ভূমির মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করেছে দেশের মধ্য-অঞ্চলের মধুপুর গড়, উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি এবং উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থিত কিছু পর্বতসারি।

দেশের প্রায় ৭৫ শতাংশ ভূমিই সমুদ্র সমতল থেকে মাত্র তিন মিটারের চেয়েও কম উঁচু এবং প্রতিনিয়ত বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়।

জলবায়ু


জলবায়ুর ধরন : উপ ক্রান্তীয় মৌসুমি বায়ু

গড় তাপমাত্রা : শীতকালে ১১° সি - ২০° সি (অক্টোবর - ফেব্রুয়ারি)

গ্রীষ্মকালে ২১° সি - ৩৮° সি (মার্চ - সেপ্টেম্বর)

বৃষ্টিপাত : ১১০০ মিমি. - ৩৪০০ মিমি. (জুন - আগস্ট)

আর্দ্রতা :


সর্বোচ্চ ৯৯% (জুলাই),

সর্বনিম্ন ৩৬% (ডিসেম্বর - জানুয়ারি)

নদী


প্রধান নদীগুলোর শাখা ও উপনদীসহ মোট প্রায় ৭০০ নদী রয়েছে। এই নদীগুলো আবার তিনটি বৃহৎ নদীপ্রণালীর অন্তর্ভুক্ত: গঙ্গা-পদ্মা নদীপ্রণালী, ব্রহ্মপুত্র-যমুনা নদীপ্রণালী ও সুরমা-মেঘনা নদীপ্রণালী। গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা, মেঘনা, কর্ণফুলি, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তিস্তা, আত্রাই, গড়াই, মধুমতি, কপোতাক্ষ, রূপসা-পসুর, ফেনী ইত্যাদি অন্যতম প্রধান নদী।

প্রত্নস্থান


পাহাড়পুর: জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেলস্টেশন থেকে ৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এলাকাটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার অন্তর্গত।

মহাস্থান: বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে বগুড়া সদর ও শিবগঞ্জ উভয় উপজেলায় আংশিকভাবে অন্তর্ভুক্ত।

ভাসু বিহার: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের অন্তর্ভুক্ত বিহার গ্রামের উত্তর দিকে, মহাস্থান থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এবং নাগর নদী থেকে ৫০০ মিটার পশ্চিমে অবস্থিত।

ময়নামতি: কুমিল্লা শহরের প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

হলুদ বিহার: পাহাড়পুর বৌদ্ধমঠ থেকে ১৪.৫ কিলোমিটার দক্ষিণে, মহাস্থান থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং নওগাঁ জেলাশহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে বদলগাছি থানার বিলাসবাড়ি ইউনিয়নে তুলসীগঙ্গা এবং যমুনা নদীর মাঝখানে অবস্থিত।

সীতাকোট বিহার: দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ উপজেলায় অবস্থিত; ওয়ারী-বটেশ্বর: নরসিংদী জেলার বেলাব থানা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

পর্যটন কেন্দ্র

কক্সবাজার, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সিলেট, কুয়াকাটা (পটুয়াখালী), সুন্দরবন (খুলনা)। কক্সবাজারের সমুদ্র সৈকত ১২০ কিলোমিটার দীর্ঘ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় দৃশ্যই অবলোকন করা যায়।

অর্থনীতি


অর্জন : বাংলাদেশ D8 এর সদস্য আর গোল্ডম্যান স্যাস কর্তৃক “Next Eleven Economy of the world” হিসেবে বিবেচিত

জিডিপি : মাথাপিছু $১,৩১৪ (২০১৫)

জিডিপি প্রবৃদ্ধি (%) : ৬.১২ (২০১৩-২০১৪)

দরিদ্রতার হার : ২৫% (প্রতিদিন $২ এর নিচে বসবাসকারী জনগণ)

আন্তর্জাতিক অনুদান নির্ভরতা: ২%

প্রধান ফসল : ধান, পাট, চা, গম, আঁখ, ডাল, সরিষা, আলু, সবজি, ইত্যাদি।

প্রধান শিল্প : পোশাকশিল্প (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), পাট (বিশ্বের সর্ববৃহৎ উৎপাদনকারী), চা, সিরামিক, সিমেন্ট, চামড়া, রাসায়নিক দ্রব্য, সার, চিংড়ি প্রক্রিয়াজাত, চিনি, কাগজ, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, ঔষধ, মৎস্য।

প্রধান রপ্তানি : পোশাক (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), হিমায়িত চিংড়ি, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি, পাট ও পাটজাত দ্রব্য (পাট উৎপাদনে বাংলাদেশ প্রথম), সিরামিক্স, আইটি আউটসোর্সিং, ইত্যাদি।

প্রধান আমদানি : গম, সার, পেট্রোলিয়াম দ্রব্যাদি, তুলা, খাবার তেল, ইত্যাদি।

প্রধান খনিজ সম্পদ : প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, চিনামাটি, কাচ বালি, ইত্যাদি।

মুদ্রা : টাকা (বিডিটি - প্রতীক ৳) ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০, ১০, ৫, ২, ও ১ টাকার নোট আর ৫০, ২৫, ১০, ৫, ২৫, ১০, ৫ ও ১ পয়সা

শ্রমিক বণ্টন: ৫.৪১ কোটি

পুরুষঃ ৩.৭৯ কোটি,

নারীঃ ১.৬২ কোটি (সূত্র : বিইএস)

শিল্প-ভিত্তিক শ্রমিক বণ্টন:

কৃষি : ৪৮.৪%,

শিল্প : ২৪.৩%,

অন্যান্য : ২৭.৩%

পরিবহন ব্যবস্থা

সড়ক, আকাশপথ, রেল, নদীপথ

ইপিজেড

ঢাকা, উত্তরা, আদমজী, চট্রগ্রাম, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী, এবং মংলা।

মানব উন্নয়নসূচক: ১৪২তম

(সূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন)