Updates :
Loading...

জেনে নিন যেভাবে পেনশনের হিসাব করবেন সরকারি চাকরিজীবীরা



সরকারি চাকরিজীবীরা কিভাবে করবেন পেনশনের হিসাব? আসুন জেনে নেওয়া যাক।
চাকরি ২৫ বছর হলে আপনি আপনার পেনশনের ৮০ শতাংশ পাওনাদার হবেন। চাকরি ১০ বছর হলে আপনি পেনশনের আওতায় আসবেন। আপনি তখন মোট পেনশনের ৩২ শতাংশ প্রাপ্ত হবেন। ১০ বছরের নিচে চাকরিকাল হলে আপনি পেনশনের আওতাভুক্ত বলে গণ্য হবেন না।


আপনি কত টাকা পেনশন পাবেন?
ধরুন, কাওছার আহমেদের চাকরিকাল ১৫ বছর। তার বর্তমান বেসিক ১০ হাজার টাকা। তাহলে-
১. তিনি মোট পেনশনের কত শতাংশ পাবেন?
সূত্রটি হল: চাকরিকাল x ৩.২= পেনশন প্রাপ্তির শতকরা হার
সুতরাং, ১৫ x ৩.২= ৪৮%
২. তিনি কত টাকা এককালীন পাবেন?
সূত্রটি হল: (বেসিক বেতন x শতকরা হার) ÷ ২ x বাধ্যতামূলক সমর্পিত অনুতোষিক
সুতরাং, (১০০০০ x ৪৮%) ÷ ২ x ২০০
= ৪৮০০ ÷ ২ x ২৪৫
= ২৪০০ x ২৪৫
= ৫৮৮০০০ টাকা

৩. তিনি প্রতি মাসে কত টাকা করে পাবেন?
সূত্রটি হল: (বেসিক বেতন x শতকরা হার) ÷ ২ + ৭০০
সুতরাং, (১০০০০ x ৪৮%) ÷ ২ + ৭০০
= ৪৮০০ ÷ ২+ ৭০০
= ২৪০০ + ৭০০
= ৩১০০ টাকা

বি.দ্র. ২৩/১২/২০১৩ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাধ্যতামূলক সমর্পিত আনুতোষিক-এ পরিমান বাড়ানো হয়েছে (যার স্মারক নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০২৭.১৩-১৬০)।
প্রজ্ঞাপন : পেনশন সুবিধার আওতাভুক্ত অবসর গ্রহণকারী চাকুরে কিংবা মৃত্যবরণকারী চাকুরের পরিবারের জন্য বিধি মোতাবেক প্রাপ্য আনুতোষিকের হার নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করা হলো-

১। বাধ্যতামূলকভাবে সমর্পিত আনুতোষিক অবসর গ্রহণকারী চাকুরে কিংবা মৃত্যবরণকারী চাকুরের পরিবার বিধি মোতাবেক বাধ্যতামূলকভাবে সমর্পিত অর্ধেক (৫০%) গ্রস পেনশনের প্রতি ১ (এক) টাকার বিপরীতে নিম্নোক্ত ছকের ৪র্থ কলামে বর্ণিত হারে আনুতোষিক প্রাপ্য হবেন।
ক্রমিক নংপেনশনযোগ্য চাকরিকালবিদ্যমান(আনতোষিকের হার টাকায়)পুনঃনির্ধারিত(আনতোষিকের হার টাকায়)
১০ বছরের বা ততোধিক কিন্তু ১৫ বছরের কম২৩০২৬০
১৫ বছরের বা ততোধিক কিন্তু ২০ বছরের কম২১৫২৪৫
২০ বছরের বা ততোধিক২০০২৩০
২। স্বেচ্ছায় সমর্পিত অবশিষ্ট আনতোষিক গ্রস পেনশনের অবশিষ্ট অর্ধেক (৫০%) একসাথে সমর্পণকারী অবসরভোগীরা কলাম-৪ এ বর্ণিত হারের অর্ধেক হারে আনুতোষিক প্রাপ্য হবেন।
#Collected

Share This Post

Related Articles

Previous
Next Post »