SWIFT এর পূর্ণরূপটা প্রথমেই জানা উচিত।
SWIFT= Society for Worldwide Interbank Financial Telecommunication
বিশ্বের আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে আর্থিক লেনদেনের তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে “সুইফট” একটি নিরাপদ ও বিশ্বস্ত নেটওয়ার্ক সরবারহ করে। তারা আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সুইফট নেটওয়ার্ক ব্যাবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ ও সরবারহ করে।
SWIFT= Society for Worldwide Interbank Financial Telecommunication
বিশ্বের আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে আর্থিক লেনদেনের তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে “সুইফট” একটি নিরাপদ ও বিশ্বস্ত নেটওয়ার্ক সরবারহ করে। তারা আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সুইফট নেটওয়ার্ক ব্যাবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ ও সরবারহ করে।
বিশ্বের অধিকাংশ ব্যাংকগুলো তাদের মধ্যকার বার্তা আদান প্রেরণের কাজে সুইফট নেটওয়ার্ক ব্যাবহার করে। সুইফট নেটওার্ক দিয়ে সরাসরি অর্থ প্রেরণ করা যায় না, এটা শুধু অনলাইনে পেমেন্ট অর্ডার প্রেরণ করে। এক ব্যাংক তাদের সুইফট নেটওয়ার্ক এ সংযুক্ত অন্য ব্যাংক-কে টাকা পরিশোধের অনুরোধ পাঠায় এবং সংশ্লিস্ট ব্যাংক সেই আদেশ গ্রহণ করে সেই অনুসাযী কাজ করে।swift নেটওয়ার্ক শুধু টাকা পাঠানোর নির্দেশ প্রদান এবং গ্রহণের কাজেই ব্যাবহার করা যায়, এরা কোন প্রকার আর্থিক লেনদেস করে না।
ধরেন “Bank of america” এর নিউ ইয়র্ক ব্রাঞ্চ থেকে একজন ব্যাক্তি বাংলাদেশের “AB Bank” এর ঢাকা শাখায় কিছু টাকা ট্রান্সফার করতে চায়। তখন “Bank of america” কি করবে?? সে তাদের ঐ কাস্টমারের একাউন্ট এর বিপরীতে সুইফট নেটওয়ার্ক ব্যাবহার করে একটা সুইফট মেসেজ বাংলাদেশের “AB Bank” এ পাঠাবে(যদি AB bank সুইফট নেটওয়ার্ক ব্যাবহার করে তাহলে সরাসরি যোগাযোগ করবে, না হয় তারা কেন্দ্রীয় ব্যাংক এর সাথেই যোগাযোগ করবে)। AB bank সেই সুইফট মেসেজ গ্রহণ করবে এবং বাংলাদেশের গ্রাহককে টাকা প্রদান করবে।
প্রশ্ন হল যখন SWIFT System ছিল না, তখন ব্যাংক এর ট্রানজেকশন কিভাবে ঘটত?? তখন সবাই টেলেক্স ইউজ করত। কিন্তু টেলেক্স এর সমস্যা ছিল অনেক, ধীর গতি ছিল, নিরাপত্তার কোন নিশ্চয়তা ছিল না। আর এখন সুইফট মেসেজ যেভাবে কোড আকারে পাঠানো যায়, আগে টেলেক্স এ বিশাল বর্ণনা লিখে পাঠাতে হত, ফলে সময়ের অপচয় ও হত। এখন সুইফট নেটওয়ার্ক ব্যাবহার করে বৈশ্বিক লেনদেন অনেক সহজ হয়েছে, সময়ের অপচয় ও রোধ হয়েছে।
এক কথায় বললে SWIFT মানে একটা নেটওয়ার্ক ব্যাবস্থা যা ব্যাবহার করে আর্থিক প্রতিষ্ঠান সমূহ অতি দ্রুত সময়ে নিরাপত্তার সাথে বিশ্বের বিভিন্ন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে যোগাযোগ ও লেনদেনের তথ্য আদান প্রদান করতে পারে
কৃতজ্ঞতা → নাজিরুল ইসলাম নাদিম