Updates :
Loading...

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব বোনাস


সারাদেশে প্রায় ৯৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এমপিওভুক্ত। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখেরও বেশী শিক্ষক শিক্ষকতার মহান পেশায় জড়িত।

প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা এমনকি সরকারি স্কুল-কলেজের শিক্ষকগণ যেখানে বেতন স্কেলের শতভাগ উৎসব বোনাস পেয়ে থাকেন সেখানে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগণ পেয়ে থাকেন মাত্র স্কেলের ২৫%।

এটা একধরনের বৈষম্য ছাড়া আর কিছুই নয়।

মুসলমানদের বছরের দুটো ঈদ, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসবগুলো পালন করা এদেশের মানুষের ঐতিহ্য।

পরিবারের সব সদস্যদের অংশগ্রহনে এই উৎসবগুলো হয়ে উঠে অত্যন্ত প্রানবন্ত। পরিবারের সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে এই উৎসবগুলোর খরচ এই বাজারে অনেক বেশী। সরকার থেকে যা দেয়া হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

সরকারের সদিচ্ছা থাকলে এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ উৎসব বোনাস প্রদান করতে পারেন। যেটা অত্যন্ত সময়পোযুগী সিদ্বান্ত হবে বলে মনে করি।

অতএব আমরা বর্তমান শিক্ষক বান্ধব সরকারের নিকট আকুল আবেদন করছি- এই বলে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বেতন স্কেলের শতভাগ উৎসব বোনাস প্রদান করে শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত বেসরকারি শিক্ষকদের অধিকার সুরক্ষিত করবেন।

লেখক: সৈয়দ শাহাদাত হোসাইন

সহকারী অধ্যাপক,

বাকলিয়া শহিদ এনএমএমজে ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।

Share This Post

Related Articles

Previous
Next Post »