Updates :
Loading...

সার্ক(SAARC)



#সার্ক(SAARC)
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট (SAARC)

প্রতিষ্ঠাকাল-8 December 1985

উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান (প্রথম উদ্যোগ নেনঃ২ মে, ১৯৮০সালে)

SAARC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation

SAARC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)

SAARC এর বর্তমান মহাসচিব- অর্জুন বাহাদুর থাপা (১২ তম) (নেপাল)

SAARC এর বর্তমান সভাপতি-খাগড়া প্রসাদ শর্মা অলি(নেপাল)

SAARC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)

SAARC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান

SAARC এর পর্যবেক্ষক সদস্য(৯টি)- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)

১৮তম SAARC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-কাঠমুন্ডু, নেপাল (২০১৪ সালে)।

১৯তম SAARC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-ইসলামাবাদ, পাকিস্তান (২০১৬ সালে)।

SAARC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার

SAARC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া

SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান

SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান

SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি

SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে SAARC এর সম্মেলন হয়নি- আফগানিস্তান

 SAARC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩

SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর, ১৯৯৫

SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে

SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে

SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে

SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশ

Share This Post

Related Articles

Previous
Next Post »