বাংলাদেশ বিষয়াবলি: প্রধানমন্ত্রীর ভারত সফর
১.কার আমন্ত্রণে ও কত বছর পর প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া যাচ্ছেন?
উত্তর:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,ও সাত বছর।
২.এই সফরে কি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে?
উত্তর: বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণ।
৩. এই সফরে কাদেরকে মুক্তিযুদ্ধের শহীদী সন্মানা দেওয়া হবে?
উত্তর: ভারতীয় সেনাদেরকে,মুক্ত যুদ্ধ কালীন যারা জীবন দিয়েছে।
৪. কত জন এই তালিকার আওতাভুক্ত।
উত্তর:১ হাজার ৬৬১ জনকে।
৫.এই সন্মাননা পদক কত জনের হাতে তুলে দেওয়া হবে?
উত্তর: সাত ভারতীয় সেনা পরিবারের হাতে।
৬.তিস্তা পানি বন্টন চুক্তি কত বছর ঝুলে আছে?
উত্তর: ৬ বছর।
৭.কতটি চুক্তি ও সমাঝোতা সই হওয়ার কথা?
উত্তর:৩৩টি
৮.দুইটি ঋন বিষয়ক সমাঝোতা স্মারকে কত কোটি মিলিয়ন টাকা থাকবে?
উত্তর: ৫ কোটি মিলিয়ন,বা আট কোটি টাকা।
৯. ভারতের কোন ব্যাংক এ ঋন দিবে?
উত্তর: Exim Bank.
১০. এ ঋনে সুদের হার কত শতাংশ?
উত্তর: ১ শতাংশ ২০ বছরের মধ্যে পরিশোধ যোগ্য।