Updates :
Loading...

অবশেষে বাতিল করা হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা


অবশেষে চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সরকারের উচ্চ মহলের ইঙ্গিত পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (২০জুন) এ সিদ্ধান্ত নেয়। আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণার জন্য গণশিক্ষা মন্ত্রণালয় তাদের এ সিদ্ধান্ত মন্ত্রীসভায় পাঠাবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রিসভায়।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এ বছর থেকেই পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না।’
গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হুমায়ূন খালিদ বলেন, আজ (সোমবার) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান তাঁকে বলেছেন এ বছর থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার জন্য যেন মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হয়।
এর আগে সরকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এ পরীক্ষাটি ২০১৭ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। পরে অভিভাবক ও শিক্ষাবিদদের দাবির মুখে চলতি বছরেই এ পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, ইতিমধ্যে সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করেছে।
গত ১৮ মে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করে সরকার। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু গত কিছুদিন ধরে এ বছর থেকেই পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন অভিভাবকেরা। পাশাপাশি একই বিষয়ে আদালতে একটি রিটও করা হয়েছে।
সেখানে কেন এ বছর থেকে এ পরীক্ষা বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এমন প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্ত নিল।

#collected 

Share This Post

Related Articles

Previous
Next Post »